Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে


বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড

উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয়

ফরিদপুর সদর, ফরিদপুর।



এক নজরে বিআরডিবি’র কার্যক্রম



বিআরডিবি’র রুপকল্প (Vission) : “মানব  সংগঠন ভিত্তিক উন্নত পল্লী”


বিআরডিবি’র অভিলক্ষ্য (Mission): স্থানীয় জনগোষ্ঠীকে সংগঠিত করে প্রশিক্ষণ,মূলধন সৃজন, আধুনিক প্রযুক্তি, বিদ্যমান সুযোগ ও সম্পদের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে আত্মনির্ভরশীল পল্লী।



জনবল:

 

ক্র:নং

পদের নাম

অনুমোদিত পদ

কর্মরত পদ

শূন্য পদ

মন্তব্য

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা

০১

০১

-


সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (রাজস্ব)

০১

-

০১


সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (প্রকল্প)

০৩

০২

০১


হিসাবরক্ষক (রাজস্ব)

০১

০১

-


ইউনিয়ন ডেভেলপমেন্ট অফিসার

০১

০১

-


হিসাবরক্ষক (প্রকল্প)

০১

০১

-


হিসাব সহকারী

০২

০১

০১


পরিদর্শক

০৩

০২

০১


মাঠ সংগঠক

২২

২১

০১


১০

মাঠ সহকারী

০৩

০৩

-


১১

সিসিএ

০১

০১

-


১২

অফিস সহায়ক

০৫

০৪

০১



 











 

 

 

 

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের সেবা/কার্যক্রমসমূহ:

 

পল্লীতে বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে আনুষ্ঠানিক সমিতি ও অনানুষ্ঠানিক দল গঠনের মাধ্যমে মানব সংগঠন সৃষ্টি করা;

সদস্যদের শেয়ার ও সঞ্চয় আমানত সংগ্রহের মাধ্যমে নিজস্ব পুঁজি গঠন করা ও এর ব্যবস্থাপনা;

উপকারভোগী সদস্যদের বিভিন্ন ধরনের আইজিএ ভিত্তিক যেমন: (বাড়ীর আঙ্গিনায় সবজি চাষ, অপ্রধান শস্য উৎপাদন, গরু মোটাতাজা করণ, গাভী পালন, হাঁস-মুরগী পালন, পোল্ট্রি শিল্প, সেলাই, এমব্রয়ডারী, বাঁশ ও বেতের কাজ ইত্যাদি) ও দক্ষতা বৃদ্ধির জন্য চাহিদাভিত্তিক প্রশিক্ষণের আয়োজন করা;

প্রশিক্ষণত্তোর কৃষি ঋণ, ক্ষুদ্র ঋণ বিতরণ ও ব্যবস্থাপনা;

ইপ্সিত জনগোষ্ঠীর নিরবিচ্ছিন্ন উন্নয়ন নিশ্চিতকল্পে উপজেলায় ব্যাপ্ত সকল কার্যক্রম বাস্তবায়ন ও যথাযথভাবে তদারকি করা;

উপকারভোগী সদস্যদের অন্যান্য জাতিগঠনমূলক বিভাগের সেবা প্রাপ্তির লক্ষ্যে আন্তঃবিভাগীয় সমন্বয় সাধন করা;

কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সেচযন্ত্র ও অন্যান্য আধুনিক কৃষি প্রযুক্তি হস্তান্তর ও ব্যবস্থাপনা;

গ্রামীণ নেতৃত্বের বিকাশ ও  নারীর ক্ষমতায়ন ও নারী নেতৃত্ব বিকাশে সচেতনতা বৃদ্ধি, নারী নির্যাতন রোধ ও যৌতুক প্রথা নির্মূলে সচেতনতা সৃষ্টিতে উদ্যোগ গ্রহণ করা;

সুফলভোগীদের উৎপাদিত পণ্যের বিপণন সংযোগ স্থাপনের মাধ্যমে পল্লী উৎপাদন বৃদ্ধি ও পল্লী পণ্যের প্রসার;

অংশীদারিত্বের ভিত্তিতে ক্ষুদ্র স্কিম বাস্তবায়ন; যেমন: ছোট কালর্ভাট, পুল, ইটের রাস্তা সলিংকরণ, ওযুখানা, স্যানিটারী ল্যাট্রিণ স্থাপন, নলকূপ স্থাপন ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন;

অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তাঁদের পোষ্যদের আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নামমাত্র সেবামূল্যে ঋণ প্রদান করা;

গুচ্ছগ্রাম ও আদর্শ গ্রাম-২ প্রকল্পে পুনর্বাসিত পরিবারের সদস্যেদের মধ্যে ঋণ কার্যক্রম পরিচালনা করা;

পরিবেশ উন্নয়নকল্পে বৃক্ষরোপণ, স্যানিটেশনসহ নানামুখী সম্প্রসারণমূলক কার্যক্রম পরিচালনা করা।


সমাপ্ত অথচ বিআরডিবি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত কর্মসূচি’র নাম:


১। মূল কর্মসূচি (আবর্তক);

২। সমন্বিত দারিদ্র্য বিমোচন কর্মসূচি (সদাবিক);

৩। পল্লী প্রগতি কর্মসূচি;

৪। উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি);

৫। আদর্শ গ্রাম-২;

৬। গুচ্ছগ্রাম;

৭। অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তাঁদের পোষ্যদের আত্নকর্মসংস্থান প্রকল্প।

৮। অংশীদারিদত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-৩ (পিআরডিপি-৩);

৯। দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচী (এমসিপিএমপি)।





 

সাংগঠনিক কার্যক্রম:

                                                                                                                                                                 (অংক সমূহ লক্ষ টাকায়)

ক্র:নং

প্রকল্প/কর্মসুচির নাম

সমিতি/দল সংখ্যা

সদস্য সংখ্যা

শেয়ার জমা

সঞ্চয় জমা

মন্তব্য

ইউসিসিএ

০১

-

১৬.৫০

২১.১৭


কেএসএস (আবর্তক)

৯৩

১৯৯৮

০.০০

০.০০


পিইপি

৫৫৩

৯৬৯৫

০.০০

১০৩৭.৩৩


সদাবিক

৪৪

৭২১

০.০০

২৮.৩০


পল্লী প্রগতি

২৮

৩০৭

০.০০

৩.৬৪


অপ্রধান শস্য

২৫

৭৩৫

০.০০

২.৯৮


গুচ্ছগ্রাম;

১৮

৫৮৪

০.০০

৪.০১


আদর্শ গ্রাম-২

০৪

৮৯

০.০০

৩.৬৩


অস্বচ্ছল মুক্তিযোদ্ধা

-

৩০

০.০০

০.০০


মোট

৭৬৬ টি

১৪১৫৯ জন

১৬.৫০

১১০১.০৬




ঋণ তহবিল, ঋণ বিতরণ ও আদায়:

                                                                                                                                                                 (অংক সমূহ লক্ষ টাকায়)

ক্র:নং

প্রকল্প/কর্মসুচির নাম

RLF সহ মোট তহবিল 

 

ক্রম:পুঞ্জিত ঋণ বিতরণ

ক্রম:পুঞ্জিত ঋণ আদায়

মেয়াদত্তোর্ণী খেলাপী

মন্তব্য

কেএসএস (আবর্তক)

১০৯.৪০


৭৪২.৬২

৬৪৬.৮৫

০.০০


পিইপি

৮৪৪.৬৯


১৫৪৭২.৯৫

১৪৬৬৮.০৮

১২৬.০৫


সদাবিক

৬০.৮৫


১০৫৩.৯৮

১০০৫.৪০

২.৮৫


পল্লী প্রগতি

১৭.৩৭


৯১.৫৮

৮০.৮৮

৭.৫৭


অপ্রধান শস্য

২০.১৭


২১.৩০

১০.১২

০.০০


গুচ্ছগ্রাম;

৮১.০৪


৫৪.৬০

৪১.১৪

৭.৯০


আদর্শ গ্রাম-২

১৪.৯৭


৬৮.৭৯

৬০.২৯

৩.০০


অস্বচ্ছল মুক্তিযোদ্ধা

৭.৭৯


২২.৪৮

১৭.১১

২.৩৭


মোট

১১৫৬.২৮

 

১৭৫২৮.৩০

১৬৫২৯.৮৭

১৪৯.৭৪




অন্যান্য কার্যক্রম:

 

ক্র:নং

প্রকল্প/কর্মসুচির নাম

প্রশিক্ষণ প্রদান

মোট স্কিম বাস্তবায়ন

প্লট প্রদর্শনী স্থাপন

বীজ ও চারা বিতরণ

মন্তব্য

কেএসএস (আবর্তক)

৬১০

-

-

-

-

পিইপি

২১১১৪





সদাবিক

৮০

--

-

-

-

পল্লী প্রগতি

১০

-

-

-

-

অপ্রধান শস্য

১৫৬

-

১৮

৭৫

-

পিআরডিপি-৩

২২২০

৭৬

-

-


মোট

২৪১৯০

৭৬

১৮

৭৫